ধলেশ্বরী সমবায় সমিতি লিমিটেড

ধলেশ্বরী সমবায় সমিতি লিমিটেড

test

Breaking

ধলেশ্বরী সমবায় সমিতি লিমিটেড ম্যাপ (ড্রাফট)

July 09, 2018 0
ধলেশ্বরী সমবায় সমিতি লিমিটেড ম্যাপ (ড্রাফট)

প্রস্তাবনা

July 09, 2018 0
প্রস্তাবনা

বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তাদের আয়ের সাথে সঙ্গতি রেখে দৈনন্দিন খরচ নির্বাহ করে সঞ্চয় করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। নিজের ও উত্তরসুরীদের কল্যাণের কথা ভাবতে হয় প্রতিনিয়ত। কল্যাণের কথা বিবেচনায় প্রথমে আসে অবসর জীবনে মাথা গোজার একটু ঠাঁই। এই ঠাঁই নিশ্চিতকরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা। কিন্তু একক ভাবে এ অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করা অনেকক্ষেত্রে সম্ভব হয়ে উঠেনা। এ ক্ষেত্রে সমবায়ের মাধ্যমে প্রতিষ্ঠান গড়ে কার্যক্রম গ্রহণের কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর ২০১১ খ্রিঃ তারিখে জনাব মোঃ ওয়াহিদুর রহমান, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার, সিরাজদিখান, তাঁর অফিস কক্ষে উপজেলায় কর্মরত ১৭জন কর্মকর্তা- কর্মচারীকে নিয়ে নিজেদের কল্যাণার্থে একটি সমবায় সমিতি গঠনের প্রস্তাব দেন এবং ঐদিন উপস্থিত সকল কর্মকর্তা- কর্মচারী তাঁর প্রস্তাব সমর্থন করেন। প্রাথমিক পর্যায়ে ধলেশ্বরী পেশাজীবি কল্যাণ সমিতিনামে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়ে কার্যক্রম শুরু করা হয়। যার নিবন্ধন নং- ০৩৭৬, তারিখঃ ২০/১২/২০১১ইং।  অতঃপর সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন নিয়ে আবাসন প্রকল্প নির্মাণে আইনগত জটিলতা পরিলক্ষিত হওয়ায় গত ২৪/০২/২০১৩ ইং তারিখে ধলেশ্বরী সমবায় সমিতি লিমিটেডনামে সমবায় অধিদপ্তর থেকে সমিতির নিবন্ধন পাওয়া যায়। যার নিবন্ধন নং- ৯০৬।
ধলেশ্বরী সমবায় সমিতি গঠনের পর পরই ছোট্ট পরিসরে একটি আবাসন প্রকল্পের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প এলাকাটির দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে ইছামতি নদী। প্রকল্পের মাঝে একটি খাল আছে, যা আমাদের প্রকল্পের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্প এলাকাটি গুলিস্থান (জিরো পয়েন্ট) থেকে মাত্র ১৬ কিঃ মিঃ দূরে অবস্থিত। ঢাকা - মাওয়া রাস্তার তেঘরিয়া স্থান থেকে বালুচর বাজার পর্যন্ত মোট দুরত্ব ৯ কিঃ মিঃ এবং বালুচর বাজার হতে প্রকল্প এলাকার দুরত্ব ২ কিঃ মিঃ। ইতোমধ্যে বালুচর বাজার সংলগ্ন ধলেশ্বরী নদীর উপর ৪৮০মিঃ দীর্ঘ ব্রীজের কাজ এলজিইডি কর্তৃক সম্পন্ন হয়েছে। এছাড়া কেরানীগঞ্জের মোল্লার বাজার নামক স্থানে ১টি ব্রীজ নির্মাণের কাজ প্রক্রিয়াধীন আছে। বালুচর বাজার থেকে প্রকল্প এলাকা পর্যন্ত অত্যন্ত সরু রাস্তাটি প্রকল্পের অর্থায়নে ৩০ফুট প্রশস্থ ও বন্যা লেভেলের উপরে উঁচু করে মাটির কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্প সংলগ্ন নদীর পাড় দিয়ে একটি বেড়ি বাঁধ নির্মাণ করে সেখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে। প্রকল্প এলাকার চারপাশে ইতোমধ্যে মাটির বাঁধ নির্মান করা হয়েছে। বালুচর চেয়ারম্যান বাড়ী হতে প্রকল্প পর্যন্ত রাস্তা নির্মান করা হয়েছে। এ বছরও মাটির কাজ সম্পন্ন করে রাস্তাটিকে প্রশস্ত ও উঁচু করা হয়েছে। রাস্তার দুই ধারে বিভিন্ন সৌন্দর্যবর্ধক বৃক্ষ রোপন করা হয়েছে। প্রকল্প এলাকার মধ্যখানে প্রবাহিত খালের উপর এ বছর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ১টি ব্রীজ নির্মান করেছে।
সমিতি ভূক্ত সকল সদস্যদের জন্য প্রয়োজনীয় মোট জমি প্রকল্প এলাকায় ক্রয় করা হয়েছে। ক্রয়কৃত জমি সমূহ সমিতির নামে রেজিষ্ট্রি করা হয়েছে। বর্তমানে প্রকল্প এলাকায় বালু ভরাটের কাজ চলমান আছে। সর্বশেষ তথ্য মতে এ পর্যন্ত ক্রয়কৃত মোট জমির ৭০% বালু ভরাট সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রকল্প এলাকা পরিদর্শনের সুবিধার্থে প্রকল্প এলাকায় একটি সাইট অফিস নির্মানের কাজ চলমান আছে। মাটি ভরাট, প্লটিং ও রাস্তা উন্নয়ন শেষে প্রত্যেক সদস্যের নামে পুনঃরায় জমি রেজিষ্ট্রি করে দেয়া হবে।